বিশ্ব ভালোবাসা দিবসের আগেই ঢাবির হলগুলো খুলে দেয়া হোক


ঢাকা | Published: 2021-01-25 03:48:12 BdST | Updated: 2024-04-20 00:46:44 BdST

আগামী ১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি এস.এম রাকিব সিরাজী।

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে সিনেট ভবনে অনুষ্ঠিত আজকের প্রস্তুতি সভায় হল খোলার ব্যাপারে সুস্পষ্ট কেনো ইঙ্গিত না থাকায় এ আহ্বান জানিয়েছেন তিনি।

মুঠোফোনে জানতে চাইলে কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী রাকিব সিরাজী বলেন, হল খুলে দেওয়ার দাবিটি সিরিয়াস হলেও ভালোবাসা দিবস দিবসের ব্যাপারটি একটি উপলক্ষ্য মাত্র। তিনি বলেন আমি আশা করবো আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদেরও উচিত আমাদের দাবির পক্ষে জনমত গড়ে তুলতে সহযোগিতা করা।

তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে এক সময় আমরাই হল ও ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছিলাম।ছাত্র-ছাত্রীদের চাওয়ার পরিপ্রেক্ষিতেই এখন আমরা হল খুলে দেওয়ার দাবি জানাই। ছাত্র-ছাত্রীদের নৈতিক প্রত্যাশার পরিপ্রেক্ষিতে কাজ করাই ছাত্রনেতৃবৃন্দের কাজ বলে আমি মনে করি।

২০২০ সালের মার্চ মাসে বাংলাদেশে করো না ধরার পর থেকেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সাথে সাথে বন্ধ ঘোষণা করা হয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। তখন থেকেই বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান।