'সেকেন্ড টাইম' ভর্তি পরীক্ষা বন্ধের খবরে নাখোশ শিক্ষামন্ত্রী


Dhaka | Published: 2021-12-22 06:39:13 BdST | Updated: 2024-03-29 17:23:52 BdST

সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বন্ধের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল সোমবার (২০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বৈঠক সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হওয়ায় ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেয়ার পক্ষে মত দিয়েছেন শিক্ষামন্ত্রী। এ সময় অনির্ধারিতভাবে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার প্রসঙ্গ আসলে এটি বন্ধের কথা বলা হয়। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধের এমন খবরে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

এ প্রসঙ্গে জানতে চাইলে সভায় উপস্থিত ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে অনুষ্ঠিত সভায় দুটি বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। একটি হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা। আরেকটি হলো দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা।

তিনি বলেন, সভায় সকলেই এই বিষয়ে একমত পোষণ করেছেন যে, একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে গিয়ে একবারই ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ পাবে এটি কোনোভাবেই কাম্য নয়। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বন্ধের যে কথা বলা হচ্ছে সেটি যে পুরোপুরি সঠিক এটি কিন্তু কেউ বলছে না।

//