নিটারে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ১৭ ফেব্রুয়ারি


রিফাতুর রহমান মিয়াজী | Published: 2018-02-15 19:32:46 BdST | Updated: 2024-04-20 18:25:08 BdST

জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এর ২০১৭-১৮ইং শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন এন্ড অ্যাপারেল ডিজাইন (এফ.এ.ডি) কোর্সের লেভেল-১, টার্ম-১ এ ভর্তিকৃত ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে আগামী ১৭ ফেব্রুয়ারি, শনিবার।

ওই দিন সকাল ১১টায় নিটার ক্যাম্পাসে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ এনামুর রহমান, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিন, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর প্রো-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিঃ আইয়ূব নবী খান এবং এন আর বি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নিজাম চৌধুরী।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) এর ভাইস প্রেসিডেন্ট হোসেন মাহমুদ, বিটিএমএ এর পরিচালক মোঃ মনির হোসেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব জেসমিন নাহার এবং হরাইজন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইঞ্জিঃ মীর মোবাশ্বের আলী।

উক্ত ওরিয়েন্টেশনে ভর্তিকৃত ও ভর্তিচ্ছু সকল ছাত্র-ছাত্রীদেরকে তাদের অভিভাবক সহ যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ইনস্টিটিউটের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান।

ওরিয়েন্টেশন শেষে ২৫ ফেব্রুয়ারি থেকে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন এন্ড অ্যাপারেল ডিজাইন (এফ.এ.ডি) কোর্সের লেভেল-১, টার্ম-১ শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলোজি অনুষদের অধীনে ‘প্রযুক্তি ইউনিট’ এ উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২২৫, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৭০, ফ্যাশন এন্ড অ্যাপারেল ডিজাইন (এফ.এ.ডি) বিভাগে ৫০ আসনের বিপরীতে ভর্তি প্রক্রিয়া চলমান।

ক্যাম্পাস টাইমস/এনএইচ/ ১৫ ফেব্রুয়ারি ২০১৮