মুক্তিযোদ্ধাদের স্বচ্ছ চূড়ান্ত তালিকা দ্রুত প্রণয়নের দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের


ঢাকা | Published: 2021-02-01 00:01:19 BdST | Updated: 2024-03-29 05:15:55 BdST

অবিলম্বে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল, বঙ্গবন্ধু সরকারের সংজ্ঞা অনুযায়ী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্বচ্ছ চূড়ান্ত তালিকা দ্রুত প্রণয়ন এবং প্রতিবছর যাচাই-বাছাইয়ের নামে বীর মুক্তিযোদ্ধাদের কে হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধধ মঞ্চ।

মুক্তিযুদ্ধ মঞ্চ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ এর পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা রইলো। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, বীর মুক্তিযোদ্ধা পরিবারদের অধিকার আদায়ের আন্দোলন ও সংগ্রামের পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এর ধারাবাহিকতায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, বঙ্গবন্ধুর সংজ্ঞা অনুযায়ী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্বচ্ছ চূড়ান্ত তালিকা দ্রুত প্রণয়ন এবং প্রতিবছর যাচাই-বাছাইয়ের নামে বীর মুক্তিযোদ্ধাদের কে হয়রানি বন্ধের দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

"স্বাধীনতার ৫০ বছরেও বছর বীর মুক্তিযোদ্ধাদের কোন চূড়ান্ত তালিকা প্রণয়ন হয়নি যা অত্যন্ত দুঃখজনক। প্রতিবছর যাচাই-বাছাইয়ের নামে বীর মুক্তিযোদ্ধাদের কে হয়রানী করা হচ্ছে যা কখনোই কাম্য নয়। মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের নিকট আহবান, অাগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের পূর্বেই বঙ্গবন্ধুর সংজ্ঞা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাদের স্বচ্ছ চূড়ান্ত তালিকা দ্রুত প্রণয়ন করতে হবে। কোন অমুক্তিযোদ্ধার নাম আমরা বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকায় দেখতে চাই না।"

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, অতীতে যেসব অমুক্তিযোদ্ধার নাম অবৈধভাবে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদের নাম বাদ দিয়ে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়ন করতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জামুকায় বীর মুক্তিযোদ্ধা পরিবারদের হয়রানী বন্ধ করতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জামুকা, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে বীর মুক্তিযোদ্ধারা প্রতিনিয়ত হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন।"

"মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি দখল- দুর্নীতি-অনিয়মের মাধ্যমে লুটপাট বন্ধের দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বীর মুক্তিযোদ্ধাদের জন্য আজও পর্যন্ত কোন হাসপাতাল নির্মাণ করা হয়নি। স্বাধীনতা বিরোধী পাকিস্তানি অপশক্তি জামাত-শিবির-বিএনপির ষড়যন্ত্রে ২০১৮ সালে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের আন্দোলন হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনায় প্রশাসন প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু প্রদত্ত ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা অবিলম্বে পুনর্বহাল করতে হবে। বিসিএসসহ সকল চাকুরির পরীক্ষায় প্রিলিমিনারী থেকে মুক্তিযোদ্ধা কোটা বাস্তবায়ন করতে হবে।"

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন , সমগ্র দেশে বীর মুক্তিযোদ্ধা পরিবারদের ওপর হত্যা, নির্যাতন ও অবমাননা বন্ধ করার জন্য বীর মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পূর্বেই আমাদের চার দফা দাবি পূরণ করতে হবে। অন্যথায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সমগ্র দেশে আরোও কঠোর আন্দোলন গড়ে তুলবে।"

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ এর চার দফা দাবি:

১। সকল চাকুরির পরীক্ষায় অবিলম্বে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল করতে হবে।
২। বঙ্গবন্ধু সরকারের সংজ্ঞা অনুযায়ী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্বচ্ছ চূড়ান্ত তালিকা দ্রুত প্রণয়ন করতে হবে।

৩। প্রতিবছর যাচাই-বাছাইয়ের নামে বীর মুক্তিযোদ্ধাদের কে হয়রানি বন্ধ করতে হবে।

৪। সারাদেশে বীর মুক্তিযোদ্ধা পরিবারদের ওপর হত্যা, নির্যাতন ও অবমাননা বন্ধ করার জন্য বীর মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।

//