একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধ মঞ্চের শ্রদ্ধাঞ্জলি


ঢাকা | Published: 2021-02-21 09:53:03 BdST | Updated: 2024-04-19 11:41:51 BdST

২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নূরে আলম, তসলিম খান, হুমায়ন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক এইউজেড প্রিন্স, সহ-সম্পাদক ইমরান হোসেন, হাতিরঝিল থানা শাখার সভাপতি সোহরাব তামিমসহ প্রমুখ নেতৃবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল মামুন বলেন, ” যাঁদের রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে পেয়েছি তাঁদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। যতোদিন বাংলাদেশ থাকবে ততোদিন ভাষা শহীদরা আমাদের হৃদয়ের মণিকোঠায় বেঁচে থাকবে। বিশ্বের বুকে একমাত্র বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্যই রাজপথে রক্ত দিতে হয়েছে। এজন্যই জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। একুশের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী অপশক্তির নানাবিধ ষড়যন্ত্র চলছে।"

"অতীতের ন্যায় ভবিষ্যতেও দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য রাজপথে সর্বদা সোচ্চার থাকবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তরুণ প্রজন্ম আগামীতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ অগ্রণী ভূমিকা পালন করবে।"