
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত হওয়া বৈঠকটি রাজনৈতিক টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, সরকার ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনে সম্মতি দিয়েছে।
আজ শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ছিল। এটি রাজনৈতিক টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘সরকারের পক্ষ থেকে নির্বাচনের সময়সূচি নিয়ে ইতিবাচক ইঙ্গিত এসেছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভোট আয়োজনের প্রস্তাবে তারা সম্মতি দিয়েছে।’
বৈঠক শেষে তারেক রহমান লন্ডন থেকে ফোন করে বৈঠকের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন, বলেও জানান বিএনপি মহাসচিব। বলেন, ‘এ সরকারকে ধন্যবাদ। অতীতের কথা ভুলে গিয়ে নির্বাচন সুষ্ঠু করার জন্য কাজ করতে হবে এখন।’