নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান আজিম উদ্দিন


টাইমস প্রতিবেদক | Published: 2021-07-02 15:45:21 BdST | Updated: 2024-04-25 18:15:00 BdST

দেশের প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মিউচুয়াল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ। তিনি বর্তমান ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান আরেক শিল্পপতি এম এ কাসেমের স্থলাভিষিক্ত হলেন।

এ নিয়ে নর্থসাউথে চতুর্থ বারের মত বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

তিনি এনএসইউ প্রতিষ্ঠার সময় থেকে এর সঙ্গে যুক্ত। আজিম উদ্দিন আহমেদ দেশের বেসরকারি পর্যায়ে উচ্চশিক্ষা খাতে শুরু থেকে অবদান রেখেছেন।

তিনি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সাউথ-ইস্ট ব্যাংকের স্পন্সর ডিরেক্টর এবং সাবেক চেয়ারম্যান। বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডান্ট্রিজসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি।

বর্তমানে তিনি কনজুমার্স প্রডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড মার্কেটস অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ছাড়া গুলশান ক্লাব, বারিধারা সোসাইটির সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) বাংলাদেশের প্রথম সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। এখানে ব্যবসা প্রশাসন, তড়িৎ ও টেলিযোগাযোগ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, স্থাপত্য, ফার্মেসি, অণুজীববিদ্যা, অর্থনীতি, ইংরেজি এবং পরিবেশ বিজ্ঞান বিষয়সহ বিভিন্ন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে।