করোনাকালে নর্থ সাউথ শিক্ষার্থীদের ১৮ কোটি টাকা সহায়তা


Dhaka | Published: 2021-08-12 03:05:37 BdST | Updated: 2024-03-29 15:44:53 BdST

করোনার প্রকোপে বিপর্যস্ত দেশের শিক্ষাখাত। একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি বিক্রিও হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের বৃত্তি হিসেবে ১৮ কোটি টাকা এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, অতিমারি করোনার কারণে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কাউকে চাকরিচ্যুত করা হয়নি, বন্ধ হয়নি বেতন-ভাতা, এমনকি স্বাভাবিক সময়ের মতোই শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা পেয়েছেন বোনাস। আর্থিক সহায়তা, টিউশন ফি মওকুফ, বিনামূল্যে মুক্তিযোদ্ধার সন্তানদের পড়ালেখা করার সুযোগ দেয়াসহ ব্যতিক্রমী সব সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।

উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম সন্তোষ প্রকাশ করে জাগো নিউজকে বলেন, গত ১২ মাসে করোনাকালে তিন সেমিস্টারে সব শিক্ষার্থীর জন্য নির্দিষ্ট পরিমাণ ফি মওকুফ করা হয়েছে। স্টুডেন্ট-অ্যাক্টিভিটি ফি শতভাগ মওকুফ করা হয়েছে। মোট ফিসহ মওকুফের পরিমাণ ২০ শতাংশ। শিক্ষার্থীদের বৃত্তি হিসেবে ১৮ কোটি টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। যেসব শিক্ষার্থী তাদের বাবা-মা হারিয়েছে তাদের জন্যও বিশেষ বৃত্তি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ২০০১ থেকে এখন পর্যন্ত মোট ৪০ হাজার ১১১ জন শিক্ষার্থীকে প্রতিটি সেমিস্টারে ব্যক্তিগত অনুদান সহায়তা দেয়া হয়েছে। যার পরিমাণ প্রায় ১৩৪ কোটি টাকা। করোনা মহামারির মধ্যে ‘কোভিড স্পেশাল’ ফি মওকুপ হিসেবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের ১১৫ কোটি টাকা ছাড় দেয়া হয়েছে। ২০১০ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ কার্যকরের পর এখন পর্যন্ত এনএসইউতে এক হাজার ৩৩৪ জন বীর মুক্তিযোদ্ধাদের সন্তান সম্পূর্ণ বিনামূল্যে পড়ালেখা করেছে।

শিক্ষার্থীদের নিয়মিত টিউশন মওকুফ বাদেও মহামারির প্রেক্ষিতে শিক্ষার্থীদের জন্য কোভিড স্পেশাল টিউশন মওকুফ হিসেবে ৮৮ কোটি টাকা বিতরণ করা হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা পিতা-মাতা হারিয়েছে এমন ৫৪ জন শিক্ষার্থীকে মহামারির বিশেষ কেস হিসেবে দেয়া হয়েছে আর্থিক সহায়তা।

//