৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি


Desk report | Published: 2022-09-03 21:42:15 BdST | Updated: 2024-04-16 13:02:17 BdST

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নতুন ৮টি ইউনিটে আংশিক কমিটি দিয়েছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন পারভেজ ও সাধারণ সম্পাদক মো. আজিজুল হাকিম সম্রাট স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিটে সংগঠনটির আরও বেশ কয়েকটি কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার (০২ সেপ্টেম্বর) শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন পারভেজ নিজের ফেসবুকে নতুন ৮টি ইউনিটের আংশিক কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন ঘোষিত ৮টি ইউনিট হলো- ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, বাংলাদেশ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, স্ট্যামফোড ইউনিভার্সিটি, ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ঈশা খাঁ ইউনিভার্সিটি (কিশোরগঞ্জ), কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

নতুন ইউনিটগুলোর সভাপতি-সম্পাদকরা হলেন- কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সভাপতি ফাহিম রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আহম্মেদ সামির। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুশফিকুর রহমান সাগর, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তন্ময়। প্রাইম ইউনিভার্সিটির সভাপতি ফিরোজ কবির শানু, সাধারণ সম্পাদক আব্দুল কাহার শত খান।

ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সভাপতি শাহরিয়ার খান, সাধারণ সম্পাদক মো. ফয়জুর রহমান। আইইউবিএটির সভাপতি জিসান খান, সাধারণ সম্পাদক. নাসিম বর্ষন। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে রসভাপতি মো. রিদোয়ান সিদ্দিকী জয়, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন চৌধুরী।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সভাপতি আকরামুল হক বাবু, সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম তানভীন এছাড়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সভাপতি মো. রাজাউন আহম্মেদ রাব্বি তালুকদার, সাধারণ সম্পাদক সিফাতুল ইসলাম প্রান্ত।

নতুন ইউনিটগুলোর কমিটি নিয়ে মো. আজিজুল হাকিম সম্রাট শনিবার সকালে বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩৭টি ইউনিটে কমিটি করা হয়েছে। এসবগুলো ইউনিটই অত্যান্ত শক্তিশালী। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলার পথকে প্রশস্ত রাখতে ইউনিটগুলো কাজ করছে।

তিনি আরও বলেন, বেসরকারি ছাত্রলীগের নেতাকর্মীরা পাওয়ার পলিটিক্সের পরিবর্তে রিসার্চ পলিটিক্সে গুরুত্ব দিচ্ছে। ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেগুলোতে আমাদের কমিটি রয়েছে, সবাই এ নীতি অনুরসণ করছে। ছাত্রলীগের এ রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনার বাইরে সৃজনশীল ও উদ্ভাবনী শিক্ষায় শিক্ষিত হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিয়ে ভুল ধারণা রয়েছে সেটির উন্নয়নেও নতুন কমিটিগুলো কাজ করবে।