-01-2022-11-25-12-24-13.jpeg)
বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার তৃতীয় আসরে নারী বাস্কেটবল বিভাগে স্বর্ণপদক জিতেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। গত মঙ্গলবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের পক্ষে ট্রফি গ্রহণ করেন দলীয় অধিনায়ক তাজরিন তাসনিম খান। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান, ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিকস ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজর মেহেদি হাসান।
উল্লেখ্য এবারের ক্রীড়া প্রতিযোগিতায় বাস্কেটবল নারী বিভাগে স্বর্ণপদকের পাশাপাশি, টেবিল টেনিস নারী যুগলে রৌপ্যপদক এবং একই বিভাগের নারী এককে ব্রোঞ্জপদক অর্জন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।