নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব উদযাপন


Desk report | Published: 2023-02-16 04:40:47 BdST | Updated: 2024-03-29 01:46:33 BdST

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) ‌‘পিঠা উৎসব ১৪২৯’ উদযাপিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পহেলা ফাল্গুন বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাব এ আয়োজন করে।

এ উৎসবে বিশ্ববিদ্যালয়টির বর্তমান শিক্ষক-শিক্ষার্থীসহ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পিঠা স্টল দেওয়ার মাধ্যমে অংশগ্রহণ করেন। সব স্টল ভর্তি ছিল বাহারি স্বাদের ও নামের পিঠায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম, প্রো ভাইস চ্যান্সেলর ড. মো. ইসমাইল হোসাইন এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর ড. গৌড় গোবিন্দ গোস্বামীর উপস্থিতিতে উৎসবের উদ্বোধন হয়। শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অঙ্গন। পিঠা স্টলগুলোতে ছিল উপচেপড়া ভিড়।

পিঠা উৎসব প্রসঙ্গে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের জেনারেল সেক্রেটারি রাজু আহমেদ বলেন, পিঠা উৎসব বাঙালির চিরাচরিত ধারাকে তরুণ প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটি কার্যকরী উদ্যোগ। বাহারি নকশায় তৈরি পিঠাগুলো বাঙালি নিজ সত্তাকে বহন করে। এমন একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত।

//