উত্তরা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনব্যাপী ভর্তি মেলা


Desk report | Published: 2023-05-06 15:02:19 BdST | Updated: 2024-03-29 20:43:19 BdST

রাজধানীর বেসকারি উত্তরা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনব্যাপী ভর্তি মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১১ মে থেকে শুরু হওয়া এই ভর্তি মেলা আগামী ২৬ মে পর্যন্ত চলবে। এতে সর্বোচ্চ ৯০ শতাংশ ছাড়ে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

শুক্রবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মেলা উপলক্ষে ভর্তি ফি-তে সাধারণ শিক্ষার্থীদের ৫০ শতাংশ এবং ইংরেজি মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করা (ও/এ লেভেল) শিক্ষার্থীদের জন্য ৯০ শতাংশ ছাড়ে ভর্তি চলছে। সকল প্রোগ্রামে ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের পরিবার, তৃতীয় লিঙ্গ, শারীরিক প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্যও বিশেষ ছাড় থাকছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব ছাড়ের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেওয়ার ক্ষেত্রে থাকছে বিশেষ শিক্ষাঋণের ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে বেসরকারি ব্যাংক ‘ব্যাংক এশিয়া’ এই ঋণ প্রদান করছে। শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পাশাপাশি ‘জব অন ক্যাম্পাস’ এর বিশেষ সুযোগও রাখছে বিশ্ববিদ্যালয়টি।

এ বিষয়ে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বলেন, উত্তরা ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ৩৫টি প্রোগ্রাম রয়েছে। আমাদের মোটো হচ্ছে ‘কোয়ালিটি এডুকেশন এট এফোর্টেবল টিউশন’। আমরা চলমান ভর্তি মেলা ফল-২০২৩ এবং উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর উপলক্ষে ভর্তি ফিতে ৫০ শতাংশ ওয়েভার দিচ্ছি। একইসঙ্গে ও লেভেল/এ লেভেল শিক্ষার্থীদের জন্য ৯০ শতাংশ ছাড়ে ভর্তির ব্যবস্থা করেছি।’

বিশ্ববিদ্যালয়টি এই বছরই তাদের স্থায়ী ক্যাম্পাস রাজধানীর উত্তরায় স্থানান্তর হচ্ছে। এই উপলক্ষে অনার্স প্রোগ্রামের মধ্যে সিভিল, টেক্সটাইল, ইইই, ম্যাথ-এ ৫০ শতাংশ, অন্যান্য সকল অনার্স প্রোগ্রামে ন্যূনতম ৩০ শতাংশ (আইন বিভাগ ছাড়া), এমএ বাংলা ৫০ শতাংশ, সব সান্ধ্যকালীন প্রোগ্রামে ৬০ শতাংশ, মাস্টার্স প্রোগ্রামে ২৫ শতাংশ ছাড় দিচ্ছে। এছাড়া এমিবএ-ইএমিবএ-এলএলএম (২ বছর) প্রোগ্রামে ৪৫ শতাংশ এবং আইন বিভাগে ৫ শতাংশ টিউশন ফি ছাড়ে ভর্তি চলছে। চার বছরের প্রোগ্রামগুলোর মধ্যে আইন বিভাগ ছাড়া এসএসসি ও এইচএসসি-তে জিপিএ ৫ প্রাপ্তদের ফলাফলের উপরে ১০০ শতাংশ পর্যন্ত স্পেশাল স্কলারশিপে ভর্তি চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

//