বন্যার্তদের জন্য সংগ্রহ করছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাবটির এ উদ্যোগে সব ধরনের সহায়তা করছে বলে জানা গেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নর্থ সাউথের এ ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, দুদিনে ক্লাবটি ৩ লাখ টাকার বেশি অর্থ সাহায্য সংগ্রহ করেছে। এর পাশাপাশি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও নগদ অর্থ দিয়ে সহায়তা করেছে। এই টাকা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে ব্যবহার করা হচ্ছে।
আরও জানানো হয়, গত রোববার রাতেই ক্লাবের টিম ত্রাণ নিয়ে লক্ষ্মীপুর জেলার ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে গেছে। অন্তত ১২০০ পরিবারের কাছে তারা ত্রাণ পৌঁছে দিয়েছে। প্রতিটি পরিবারকে এই ত্রাণের ১৫-১৬টি প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হয়েছে। এর মধ্যে ছিল, বিস্কুট, চিড়া, গুড়, স্যালাইন, খেজুর, গুড়, দুধ, চিনি, খাবার পানি, লাইটার, মোমবাতি, প্যারাসিটামল, ইসোমিপ্রাজল/ওমেপ্রাজল, স্যানিটারি ন্যাপকিন, পুরুষদের জন্য লুঙ্গি এবং নারীদের জন্য ম্যাক্সি।
সবার সহযোগিতা ও বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহমর্মিতা ও নৈতিকতাবোধ ক্লাবের এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে সাহায্য করেছে বলেও জানানো হয়।