শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এক মাসের আবাসিক হল ফি মওকুফ করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোষ্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ আগস্ট ২০২৪ইং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং আবাসিক হলসমূহের শিক্ষার্থীদের মধ্যে একটি ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে আগস্ট ২০২৪ইং মাসের সীট ভাড়া ও জরিমানা মওকুফ করা হয়েছে এবং জুলাই, ২০২৪ইং মাসের জরিমানাও মওকুফের অন্তর্ভূক্ত হবে। উল্লেখ্য, যদি কোন শিক্ষার্থী জুলাই ২০২৪ইং জরিমানা প্রদান করে থাকেন তবে সেপ্টেম্বর ২০২৪ইং মাসের ভাড়ার সাথে তা সমন্বয় করা হবে।
এদিকে, গত ২১ আগস্ট থেকে শিক্ষার্থীরা তাদের ১১ দফা দাবি আদায়ে ক্যাম্পাসে আন্দোলন শুরু করে। তখন থেকেই ফি মওকুফের দাবি জানিয়ে আসছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।