সন্ত্রাস-চাঁদাবাজি প্রতিরোধে ড্যাফোডিল ইউনিভার্সিটি ছাত্রদলের গণসংযোগ


Desk report | Published: 2024-09-01 09:46:45 BdST | Updated: 2024-09-09 04:16:27 BdST

সন্ত্রাস, চাঁদাবাজিসহ অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদল।

শনিবার রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও এর আশেপাশে এ গণসংযোগ করা হয়।

সংগঠনের নেতা-কর্মীরা জানান, বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন, ড্যাফোডিল ইউনিভার্সিটি ছাত্রদলের পরিচয়ে কতিপয় দুষ্কৃতকারী বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা দাবি করছে। এর পরিপ্রেক্ষিতে সবাইকে সচেতন করতে তারা এ উদ্যোগ নিয়েছেন। কেউ যদি ছাত্রদলের পরিচয়ে কোনো অনৈতিক কাজে জড়িয়ে পড়েন, চাঁদা ও কোনো কিছু দখলে নিয়ে থাকেন তাকে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন তারা। লিফলেটে তারা সংগঠনের নেতাদের নাম্বারসহ আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল নাম্বারও সংযুক্ত করেছেন।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক আহমেদ অরণ্য, সাধারণ সম্পাদক এহসানুল হক ফেরদৌসসহ নেতা-কর্মীরা।