নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ’ শীর্ষক কর্মশালা


Desk report | Published: 2024-10-22 19:52:43 BdST | Updated: 2024-12-14 13:35:44 BdST

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) আজ (সোমবার) ‘যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। উচ্চশিক্ষার জন্য সিভি প্রস্তুতি, আবেদন ও যাওয়ার প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রাথমিক ধারণা দেওয়াই ছিল এই আয়োজনের লক্ষ্য। সেমিনারে বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিফেন ইবেলি। আমেরিকান শিক্ষার রূপান্তরমূলক প্রভাবের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বিশ্বমানের শিক্ষা সত্যিকার অর্থেই জীবন-পরিবর্তনকারী। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীরা নিজ দেশের প্রতিনিধির ভূমিকা পালন করেন। শিক্ষার্থী অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশকে একসূত্রে গাঁথে।’

সভাপতির বক্তব্যে এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বিশ্বনেতৃত্ব তৈরিতে উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত করতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে হবে। এজন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলোর পূর্ণ সুবিধা নিতে নিজেদের সেভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এনএসইউ’র স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র। এরপর এনএসইউ'র এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক ড. সামীক্ষা কৈরালা উচ্চশিক্ষার জন্য এনএসইউ'র দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। এরপর এডুকেশন ইউএসএ'র আউটরিচ কো-অর্ডিনেটর রিফাত স্বপ্নীল বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগগুলো তুলে ধরেন।

সেমিনারে বলা হয়, যুক্তরাষ্ট্রে চার হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আছে। পড়াশোনার পাশাপাশি পোশাগত উন্নয়নের সুযোগও রয়েছে বলে জানানো হয়। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীরা উচ্চশিক্ষা বিষয়ে অতিথিদের কাছ থেকে নানা পরামর্শ পান।

এনএসইউ’র স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক এস কে তৌফিক এম হকের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. রিজওয়ান খায়ের এবং এনএসইউ'র পাবলিক রিলেশনস অফিসের পরিচালক রাফে সাদনান আদেল অতিথিদের এনএসইউ'র টিভি, রেডিও ও ডিজিটাল ল্যাব এবং ক্যাম্পাসের সামনে আঁকা জুলাই বিপ্লবের গ্রাফিতি ঘুরে দেখান।