বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) রবিবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হয় স্পোর্টস ক্লাব আয়োজিত ‘আসুটেক্স প্রেজেন্টস ফুটবল ফিয়েস্তা ১.০’ এর ফাইনাল।
দুপুর ১.১০টায় বুটেক্স কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হওয়া ফাইনালে মুখোমুখি হয় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ (আইপিই) এবং ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আসুটেক্স-এর সহকারী ম্যানেজার মুহিব টিটু এবং সিনিয়র এক্সিকিউটিভ নাফিস আহমেদ। আরো উপস্থিত ছিলেন টেক্সটেক সল্যুশন-এর প্রতিনিধি। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। ফাইনাল ম্যাচ ঘিরে সকলের মধ্যেই দেখা যায় টানটান উত্তেজনা।
ফিলিস্তিনে ইসরায়েলের চলমান নৃশংস হামলার প্রতিবাদে ইসরায়েলের পতাকা পোড়ানোর মধ্য দিয়ে ম্যাচ শুরু হয়। শুরু থেকেই দুই দলের আক্রমণাত্মক খেলায় ফুলটাইম শেষেও দুই দলের কোন গোল না হওয়ায় খেলা এক্সট্রা টাইমে গড়ায়। এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধে শেষ দিকে শিহাব সালেহীন এর গোলে ১-০ তে চ্যাম্পিয়ন হয় ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন এবং বিশেষ অতিথিরা। এসময় উপস্থিত থাকেন ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন, বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কাবেরী মজুমদার এবং অন্যান্য অতিথিবৃন্দ।
টুর্নামেন্টের ইমার্জিং প্লেয়ার হোন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো: শাহাদাত হোসেন, টুর্নামেন্টের টপস্কোরারের পুরষ্কার পান ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম সবুজ, টুর্নামেন্টের ফাইনালে গোল করে দলকে চ্যাম্পিয়ন করার জন্য ম্যান অব দ্য ফাইনাল হোন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শিহাব সালেহীন, দলকে টুর্নামেন্টের ফাইনালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একক ও দলীয় অবদানের কারণে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হোন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দলের অধিনায়ক ও ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মো: শাহাদাত হোসেন এবং টুর্নামেন্টের বেস্ট গোলকিপার হোন ডাইজ এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী অর্নব বিশ্বাস।
পুরস্কার অনুষ্ঠান শেষে উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন বলেন, প্রথমেই চ্যাম্পিয়ন দল আইপিইকে অভিনন্দন। আজকের ফাইনাল ম্যাচ শুরু থেকেই অনেক প্রতিযোগিতাপূর্ণ ছিলো। আমি আশা করি পরবর্তীতে এই টুর্নামেন্ট আরো বড় পরিসরে আয়োজন হবে। খেলাধুলার মাধ্যমে এই ক্যাম্পাস প্রাণবন্ত এবং মুখরিত থাকুক। এই টুর্নামেন্টের আয়োজকদের আহবান জানাবো যাতে তারা সামনে আরো বড় পরিসরে এসব চিন্তাভাবনা করে এবং আমার সাথে তা শেয়ার করে। আমি যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবো।
ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন ছাত্রদের পক্ষ হয়ে বিশ্ববিদ্যালয়ে একটি সিন্থেটিক টার্ফ নির্মাণের জন্য উপাচার্যের কাছে আবেদন জানান। এবং উপাচার্য এতে ইতিবাচক সাড়া দেন।
এর আগে ২৭ অক্টোবর (রোববার) অনুষ্ঠিত হওয়া সেমিফাইনাল পর্বের প্রথম ম্যাচে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ টাইব্রেকারে ৪-৩ গোল ব্যবধানে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে হারিয়ে ফাইনালে উঠে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগকে পরাজিত করে ফাইনালে উঠে ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
উল্লেখ্য, জমকালো আয়োজনের মাধ্যমে গত ২৯ সেপ্টেম্বর (রোববার) বুটেক্স অডিটোরিয়ামে 'ফুটবল ফিয়েস্তা ১.০' টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান। দুটি গ্রুপে মোট ১০টি দল নিয়ে বাছাই পর্ব শুরু হয় ১ অক্টোবরে।