এফ রহমান ডিবেটিং ক্লাবের বারোয়ারি বিতর্কে জয়ী হলেন যারা


ঢাকা | Published: 2021-06-01 03:02:01 BdST | Updated: 2024-03-28 22:05:45 BdST

৬ষ্ঠ আহমদ ফজলুর রহমান স্মারক বিতর্ক উৎসবের বারোয়ারি পর্বের বিজয়ীদের নাম প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক বিতর্ক সংগঠন এফ রহমান ডিবেটিং ক্লাব (এফআরডিসি)। গত ২৭ মে ‘বারোয়ারি আড্ডা ও ফলাফল ঘোষণা’ শীর্ষক এক অনলাইন অনুষ্ঠানে এই ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজা মাহবুব নওশিন, দ্বিতীয় হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুনুজ্জামান স্নিগ্ধ, তৃতীয় হয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আমরিন ইসলাম।

সেরা ১৫তে আরো রয়েছে- সাউথ ইস্ট ইউনিভার্সিটির অনিরুদ্ধ মজুমদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোছা সাওদা জামান রিশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বশিরুননিসা অনন্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুহৃদ সাদিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামীমা আফরোজ, পীরগঞ্জ সরকারি কলেজের (ঠাকুরগাঁও) দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী লাবণ‍্য মল্লিক, বরিশাল ক্যাডেট কলেজের নাহিদ হাসান সেতু,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তাসফিয়া আফরিন ফারিয়া, মির্জাপুর ক্যাডেট কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী তাজুল ইসলাম অপু, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের (শরীয়তপুর) একাদশ শ্রেণির শিক্ষার্থী দেওয়ান ফারিহা তাসনিম, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের(সুনামগঞ্জ) এসএসসি ব্যাচ ২০২১ এর শিক্ষার্থী দূর্বার শামিত আদি এবং ভিকারুননিসা নূন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ​কাশফিয়া কাওসার চৌধুর।

‘বারোয়ারি আড্ডা ও ফলাফল ঘোষণা’ অনুষ্ঠানের সঞ্চালনা করেন এফ রহমান হল ডিবেটিং ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম খান এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক তালহা মুহাম্মদ।

ঢাবির স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ ও সাবেক প্রক্টর অধ্যাপক ড. কে. এম. সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফ রহমান ডিবেটিং ক্লাবের মডারেটর ও প্রথম আলো বন্ধুসভার কেন্দ্রীয় সভাপতি ড. মুমিত আল রশিদ, আরটিভি’র নির্বাহী প্রযোজক (বার্তা বিভাগ) মোঃ বেলায়েত হোসেন।

এ ছাড়াও অনুষ্ঠানে বারোয়ারি বিতর্কের নানাদিক নিয়ে কথা বলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি উত্তম রয়, সুফিয়া কামাল ডিবেটিং ক্লাবের(ঢাবি) সাবেক সা. সম্পাদক ইসরাত জাহান নূর ইভা এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক বিতার্কিক আফরোজী সাচ্চু শাহনেওয়াজ।

//