জয়ধ্বনির সভাপতি রামিম, সম্পাদক আজিজ


ঢাকা | Published: 2021-06-02 18:16:06 BdST | Updated: 2024-04-20 01:32:21 BdST

রিয়াদ মোর্শেদ রামিমকে সভাপতি এবং এস এম আজিজুল হাকিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠনের ২০২১-২২ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১ জুন) সংগঠনের মডারেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেবপ্রসাদ দাঁ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঊনত্রিশ (২৯) সদস্য বিশিষ্ট এই পরিষদ গঠিত হয়।

রামিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এবং আজিজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।

জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে নেতৃত্বদানকারী সংগঠন। ১৯৯৮ সালের ৩০ নভেম্বর সংগঠনটির প্রতিষ্ঠা।

জয়ধ্বনি মূলধারার বাংলা সংগীত চর্চা করে। এছাড়া নৃত্য, আবৃত্তি, বাদ্যযন্ত্র অনুশীলন, সংগীত প্রশিক্ষণ ইত্যাদিও এই সংগঠনের নিয়মিত কর্মকাণ্ড।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চৈত্র্য সংক্রান্তি, শরৎ উৎসব, বর্ষার গান প্রভৃতি ঋতুভিত্তিক বাংলা গান-কবিতা-গীতিনাট্যের আয়োজন জয়ধ্বনির হাত দিয়েই সূচনা হয়।

সংগীত চর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, প্রতিক্রিয়াশীল-মৌলবাদবিরোধী আন্দোলনে এই সংগঠনের বলিষ্ঠ ভূমিকা রয়েছে।

দেশের জনপ্রিয় গানের দল 'চিরকুট' এর সুমি জয়ধ্বনির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ড. প্রদীপ কুমার নন্দী, 'বাউলা' ব্যান্ডের প্রকাশ বনিক, লোক সংগীত গবেষক ড. দেবপ্রসাদ দাঁ, সংগীত শিল্পী রাজিব প্রমুখ তাদের ছাত্রজীবনে জয়ধ্বনির বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।

২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- প্রিয়াংকা দেবনাথ ও ভাগ্যশ্রী রায় যূথী সহ-সভাপতি, নুসরাত জাহান পান্না ও জয়া মোদক যুগ্ম-সাধারণ সম্পাদক, শাহরিয়ার কবির অপূর্ব সাংগঠনিক সম্পাদক, সাফওয়ান চৌধুরী কোষাধ্যক্ষ, জাহিদ হাসান দপ্তর সম্পাদক, মোহাম্মদ সানাউল্লাহ প্রচার সম্পাদক, আনোয়ার হোসেন প্রকাশনা সম্পাদক, অর্পিতা গুণ নৃত্যকলা সম্পাদক, মিতশ্রী রায় লাবণ্য প্রশিক্ষণ সম্পাদক, সানজিদা চিত্রা গীতিনাট্য সম্পাদক, পার্থ সাগর কর্মশালা সম্পাদক, রিফাত জাহান শাওন নাট্য ও মঞ্চ সম্পাদক, সোয়েব আহমেদ সাজিব পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।

এছাড়া কার্যনির্বাহহী পরিষদে পদাধিকারবলে নির্বাহী সদস্য রয়েছেন বিগত কমিটির সভাপতি তৌফিকুজ্জামান অপু ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস। এছাড়া মাজহারুল ইসলাম, প্রজ্ঞা লাবনী সেন, মেরাজ-উন-নবী নোবেল, সুরাইয়া পারভীন দীপা, হুমায়ূন কবির হিমু, নূরানি আফরিন আনিকা, আবু সাইদ, জয়শ্রী রায়, পূজা শীল ও নাজিম উর রহমান নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।