মহামারিতে শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি


নোবিপ্রবি প্রতিনিধি | Published: 2021-07-21 19:11:55 BdST | Updated: 2024-04-20 14:05:31 BdST

করোনা মহামারীতে আর্থিকভাবে বিপর্যস্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীদের সহায়তায় ঈদ উপহার নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি।

করোনাকালীন আর্থিকভাবে বিপর্যস্ত যেসব শিক্ষার্থী তাদের পাশে দাড়ানোর উদ্দেশ্যে গত জুন মাসে “ফান্ড রাইজিং প্রোগ্রাম ২০২১” কর্মসূচি হাতে নেয় নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি। তাদের গৃহীত এ কর্মসূচীতে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থীসহ বর্তমান সচ্ছল শিক্ষার্থীরা।

ফান্ড রাইজিং প্রোগ্রাম ২০২১” কর্মসূচিতে অনুদানপ্রাপ্ত অর্থ হতে প্রথম পর্যায়ে ৯ জন শিক্ষার্থীকে ১৮০০০ টাকা ঈদ উপহার হিসেবে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

শিক্ষার্থীদের সহায়তা প্রদান এ কর্মসূচী নিয়ে সংগঠনটির সভাপতি সৈয়দ মুমতাহিন মান্নান সিয়াম বলেন, “সংগঠনের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষার্থীবান্ধব জনহিতৈষী কার্যক্রম পরিচালনা করা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন গুলোর নৈতিক দ্বায়িত্ব বলে আমি মনে করি। সেই দায়বদ্ধতা থেকেই আমরা ইদ পরবর্তী সময়ে বারবার লকডাউন দেখে সিদ্ধান্ত নিলাম এই সময়ে আর্থিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের জন্য কিছু করব। কেননা স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের আয়ের সিংহভাগ উৎস হিসেবে টিউশনের সুযোগ কমে যাওয়ায় অনেকেই খুব সমস্যায় পড়ে গিয়েছিলো।”

“আমাদের এই উদ্যোগে সবচেয়ে বেশি সাড়া দেয় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট সিনিয়রগণ। তাঁদের আন্তরিক সহযোগীতা, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির এর সাবেক সদস্যদের দিকনির্দেশনা ও মডারেটরগণের পরামর্শে আমরা বেশ কিছু পরিমান অনুদান সংগ্রহে সফল হই। তারই ধারাবাহিকতায় গতকাল প্রথম পর্যায়ে ৯ জন শিক্ষার্থীদের মাঝে ২০০০ টাকা করে ১৮০০০ টাকা আমরা ঈদ উপহার হিসেবে প্রেরণ করতে পেরেছি। ঈদের পরে এই প্রোগ্রামের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করবো।”

প্রসঙ্গত, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি প্রতি বছর বিভিন্ন সময়ে বিতর্ক চর্চার পাশাপাশি সামাজিক ও শিক্ষাবান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।