কুবিতে বন্ধুর রক্তিম বাঁধন


Cumilla University | Published: 2021-09-17 22:28:54 BdST | Updated: 2024-03-29 19:30:53 BdST

যদি করি সেচ্ছায় রক্তদান বাচঁবে জীবন, বাঁচবে প্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৫ সালের ২৯ অক্টোবর একঝাঁক স্বেচ্ছাসেবী ও উদ্যমী তরুণের হাত ধরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

সম্পূর্ণ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ এবং স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এটি।

স্বেচ্ছায় রক্তদানে প্রেরণা, স্বেচ্ছায় রক্তদান, রোগীদের জন্য রক্ত সংগ্রহ করে দেওয়া এবং অন্যের পরিষেবা ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠনই এই সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য ।

'স্বাস্থকথা-১ এবং ২'সহ নানা সচেতনতামূলক সেমিনারের আয়োজন করে সংগঠনটি। সেখানে অস্টিওপোরোসিস, হাড়ের,ডায়বেটিস, চিকনগুনিয়া ও উচ্চ রক্তচাপের সুরক্ষা ব্যাপারে আলোকপাত করেন বিশেষজ্ঞ ডাক্তারগণ।

এছাড়াও প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফ্রী ব্লাড গ্রুপিং করে আসছে সংগঠনটি। এ পর্যন্ত প্রায় ২৫০০ শিক্ষার্থীর ব্লাড গ্রুপিং করা হয়। এছাড়াও কুমিল্লা শহর ও আশেপাশের মানুষকে প্রায় ৮০০০ ব্যাগ রক্ত সংগ্রহ করে দিয়েছে সেচ্ছাসেবী এই সংগঠনটি।

সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এছাড়াও প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সাইদুল আল-আমিন ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক আবু বকর সিদ্দিক।

সংগঠনটির সার্বিক কার্যক্রম নিয়ে সভাপতি মোঃ আবেদীন কবির বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র রক্তদাতা সংগঠন 'বন্ধু' কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় পরিবার ও কুমিল্লা অঞ্চলের জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি। রক্তদানে উদ্বুদ্ধ করা,রক্ত সংগ্রহ করে দেওয়া, বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি, স্বাস্থ্য কথা প্রোগ্রাম, রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সবার সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এগিয়ে যাচ্ছে 'বন্ধু' কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

সাধারণ সম্পাদক শাখাওয়াত শাওন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বন্ধু,কুবির স্বেচ্ছাসেবকগণ নিঃস্বার্থভাবে রক্তদান ও রক্ত সসংগ্রহ করে আসছে। বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়িয়ে সমগ্র কুমিল্লা শহরে রক্তের প্রয়োজনে বর্তমানে সবচেয়ে নির্ভরযোগ্য ও আস্থার নাম বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এই লকডাউনেও নিয়মিত রক্তদান করছে বন্ধুর স্বেচ্ছাসেবী রক্তদাতারা।
রক্তে অভাবে হারাবে না আর কোনো প্রাণ, সবার সহযোগিতায় বন্ধু'র কার্যক্রম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এটাই প্রত্যাশা।

বিষয়টি নিয়ে বন্ধু'র উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবু বকর সিদ্দিক বলেন, বন্ধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি বিভিন্ন জনসচেতনতামূলক কাজ করে থাকে যেমন সেচ্ছায় রক্তদান,রক্তের গ্রুপ পরীক্ষা এবং স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী পালন করে। শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন দিবসগুলো আনুষ্ঠানিক ভাবে উদযাপন করে থাকে। সদস্যদের আর্থিক সহযোগিতায় এটি পরিচালিত হয়। আমি উপদেষ্টা হিসেবে সব সময় তাদেরকে সর্বাত্নক সহযোগিতা করার চেষ্টা করি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা বন্ধু'র নতুন কমিটি গঠন করবো। পাশাপাশি আগামীতে বন্ধু'কে এগিয়ে নেওয়ার জন্য নানা ধরনের সচেতনতামূলক পরিকল্পনা গ্রহণ করবো।

//