শাবিপ্রবিতে শিক্ষার্থীদের টিকাদানে কোভিড-১৯ টিকাকেন্দ্র স্থাপন করবে প্রশাসন


Sylhet | Published: 2021-09-18 01:40:32 BdST | Updated: 2024-03-19 14:37:52 BdST

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়ার সুবিধার্থে ক্যাম্পাসে করোনা টিকাদান কেন্দ্র তৈরী করা হবে বলে জানিয়েছেন  উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।১৬ সেপ্টেম্বর উপাচার্যের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে এবং দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য আমরা ক্যাম্পাসে করোনা টিকাদান কেন্দ্র তৈরি করবো। এখানে যারা টিকা পাননি তারা রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন। এছাড়াও যারা রেজিস্ট্রেশন করে টিকা পাননি তাদেরও এখানে টিকা দেয়ার ব্যবস্থা থাকবে বলে জানান উপাচার্য।যারা রেজিস্ট্রেশন করে টিকা পাননি আমরা প্রথমে সেসব কেন্দ্রে যোগাযোগ করবো তাদের টিকা দেওয়ার জন্য। বিলম্ব হলে এরপর আমরা রেজিস্ট্রেশন করে টিকা না পাওয়া শিক্ষার্থীদের আমাদের এখানে টিকা দেওয়ার ব্যবস্থা করবো।

উপাচার্য আরো বলেন, যেসব শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে করোনার টিকা দিতে পারছেন না, তাদের টিকার আওতায় আনার জন্য ইউজিসি একটি অ্যাপস তৈরি করবে দুই দিনের মধ্যে। অ্যাপসটি আমাদের কাছে এলে আমরা শিক্ষার্থীদের জানিয়ে দিবো যেন তারা সেখানে রেজিষ্ট্রেশন করে। সেখানে শিক্ষার্থীরা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে টিকার জন্য রেজিস্ট্রেশন করবে। এরপর শিক্ষার্থীদের টিকা দিতে ব্যবস্থা গ্রহণ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

//