শাবিপ্রবির দিক থিয়েটারের বর্ষপূর্তিতে 'ত্রয়োবিংশের প্রত্যুষ'


University Correspondent | Published: 2021-09-23 19:02:04 BdST | Updated: 2024-04-20 11:15:28 BdST

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য বিষয়ক সংগঠন,'দিক থিয়েটার' এর ২৩ তম বর্ষপূর্তি উপলক্ষে অনলাইনে ভিন্নধর্মী এক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি।'ত্রয়োবিংশের প্রত্যুষ' নামে দুইদিনব্যাপী এই আয়োজনটি ‘ত্রয়োবিংশের প্রত্যুষে এই অঙ্গীকার, নাটকে বাঁধিব জীবনের জয়গান’ এই স্লোগানকে সামনে রেখে আগামী ২৪ সেপ্টেম্বর,২০২১ আয়োজিত হবে।

২২ সেপ্টেম্বর,২০২১ দিক থিয়েটারের সভাপতি আব্দুল বাছিত সাদাফ অনুষ্ঠান সম্পর্কে জানান।তিনি জানান, অনলাইনে এই দুইদিনব্যাপী  আয়োজনটির প্রথম দিন আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রথম ও দ্বিতীয় দিন (২৪ ও ২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি দিক থিয়েটারের ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল থেকে উপভোগ করা যাবে।


তিনি বলেন, ‘ত্রয়োবিংশের প্রত্যুষ’ অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ টি সংগঠন অংশগ্রহণ করবে। বর্তমানে আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছি। করোনাকালীন সময়ে আমাদের স্বাভাবিক জীবনযাপন বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য কিছু সাহসী মানুষ অবিরাম লড়ে যাচ্ছেন চলমান মহামারীর বিরুদ্ধে। এই সকল যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে গত বছরের ন্যায় এবারও দিক থিয়েটার ‘ত্রয়োবিংশের প্রত্যুষ’ অনুষ্ঠানটি তাদের প্রতি উৎসর্গ করছে।

এতে অংশগ্রহণ করবে শাবির দিক থিয়েটার, ট্যুরিস্ট ক্লাব ও নোঙ্গর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘জাহাঙ্গীরনগর থিয়েটার’, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘কন্ঠ’, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ’ ও ‘রঁদেভূ শিল্পীগোষ্ঠী’, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘গুঞ্জন’ ও ‘প্রতিধ্বনি’, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘রঙ্গভূমি’, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ভাষা ও সাহিত্য সংসদ’ ও ‘জয়ধ্বনি’, খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘রিদম’ ও ‘কৃষ্টি’, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘অল স্টারস ড্যাফোডিল’।

উল্লেখ্য,গত ১৮ আগষ্ট সংঠনটি ২৩ বছর পূর্ণ হয়েছে।১৯৯৯ সালের ১৮ আগস্ট থেকে ‘নাটকে সাম্যের আন্দোলন, জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  দিক থিয়েটার তার পথচলা শুরু করে ‘দিক নাট্য সংঘ’ নামে।