প্রশ্ন ফাঁসে অভিযুক্ত শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিলো বুয়েট


Dhaka | Published: 2021-11-22 07:46:36 BdST | Updated: 2024-04-16 22:13:28 BdST

ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগ উঠায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (আইপিই) বিভাগীয় প্রধান থেকে অধ্যাপক ড. নিখিল রঞ্জন ধরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটিও। এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বুয়েট প্রশাসন।

আজ রবিবার (২১ নভেম্বর) রাতে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডাব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে অধ্যাপক ড. নিখিল রঞ্জন ধরকে বুয়েটের প্রশাসনিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অথ্যাৎ তিনি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন, সেখান থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, এই তদন্ত কমিটিকে খুব তাড়াতাড়ি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এরপর প্রতিবেদন জমা দিলে সেটি বুয়েটের একাডেমিক কিংবা সিন্ডিকেট মিটিংয়ে তোলা হবে। সেখানে ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, সম্প্রতি ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সাথে বুয়েটের আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. নিখিলের থাকার বিষয়টি গণমাধ্যমে আসার পর নড়েচড়ে বসে বুয়েট প্রশাসন। ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠনের পাশাপাশি তাকে প্রশাসনিক দায়িত্ব থেকেও অব্যাহতি দেয়া হল।