ঢাবির এফ রহমান হলে ক্যান্টিন বয়দের মাঝে শীতবস্ত্র বিতরণ


Dhaka | Published: 2021-12-06 02:58:33 BdST | Updated: 2024-04-20 12:45:41 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়, স্যার এ এফ রহমান হলের ক্যান্টিন ও মেস বয়দের মাঝে শীতের বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে হলের ২৫ জন ক্যান্টিন বয় ও মেস বয়দের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। হল সংসদের সাধারণ সম্পাদক ও হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহিম সরকার ব্যাক্তিগত উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করেন।

শীতের পোষাক পেয়ে খুশির আমেজ দেখা যায় এসব শিশুদের মাঝে। এসময় তারা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানায়। একই সাথে মধুর ক্যান্টিনের কর্মচারীদের ও শীত বস্ত্র দেয়া হয়।

সুবিধাবঞ্চিত এসব শিশুদের ভবিষ্যতেও বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন রাহিম সরকার। তিনি বলেন, ক্যান্টিন ও মেসে যে ছেলে গুলো কাজ করে এরা অনেক কম বয়সে অর্থিক অনটনে পড়ে দেশের বিভিন্ন গ্রাম থেকে হলে কিছু অর্থ আয়ের জন্য আসে। দীর্ঘদিন তারা পরিবার থেকে বিছিন্ন থাকে ও দিন-রাত কাজের চাপে থাকে। তাদের দেখভাল করার ও তেমন কেউ নাই। শীত এলে তাদের কষ্ট আরো বেড়ে যায়। হলের শিক্ষার্থীদের পুরোনো পোষাক দিয়েই অধিকাংশ শীত পার করতে হয় তাদের। তাই এবছর আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু উন্নত মানের শীতবস্ত্র দিয়েছি। আমি আশা করব যারা সামর্থ্যবান আছেন, তারা এসব অসহায় শিশুদের পাশে দাড়াবেন এবং তাদের সাথে সহানুভূতিশীল আচরণ করবেন।