শাবিপ্রবিতে দুদিনে এনআইডি নিবন্ধন করলেন ৪৪১ শিক্ষার্থী


Desk report | Published: 2022-01-11 06:46:32 BdST | Updated: 2024-04-20 16:53:33 BdST

শিক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে দুইদিন ব্যাপী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ দুদিনে ৪৪১ জন শিক্ষার্থী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন।

সোমবার (১০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়। শেষদিনে নিবন্ধন করেন ২৩৭ জন শিক্ষার্থী।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, প্রথমদিন ২০৪ জন ও শেষ দিনে ২৩৭ জন শিক্ষার্থী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। আগামী সাতদিন পর শিক্ষার্থীরা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এনআইডির অনলাইন কপি ও নম্বর সংগ্রহ করতে পারবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন। যারা এনআইডি ছাড়া টিকা নিয়েছে তাদের এনআইডির তথ্য দ্রুত জমা দিতে হবে। এজন্য বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের এনআইডি প্রদানে আমাদের এ উদ্যোগ।’