যবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত


Desk report | Published: 2022-01-21 22:11:13 BdST | Updated: 2024-03-28 22:01:08 BdST

দেশে চলমান করোনার ঊর্ধ্বগতি পরিস্থিতি ও সরকারের পক্ষ থেকে জারি করা বিধিনিষেধের কারণে বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বুধবার (১৯ জানুয়ারি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আলম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ জানুয়ারি (মঙ্গলবার) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৫তম বিশ্ববিদ্যালয় দিবস।

কিন্তু বর্তমানে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর কর্তৃক জারিকৃত বিধি-নিষেধসমূহের কারণে বিশ্ববিদ্যালয় দিবসের নিয়মিত কর্মসূচি সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এতে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্তের হার ৫%-এর নিচে আসলে এবং সরকারি বিধি-নিষেধ শিথিল হলে সুবিধাজনক সময়ে নিয়মিত অনুষ্ঠানসমূহ উদযাপন করা হবে।

তবে আগামী ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় দিবসের দিন সল্প পরিসরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পতাকা উত্তোলন ও কেক কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, করোনার চলমান পরিস্থিতিতে যবিপ্রবি এখনই বন্ধ ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেছেন, মিক্সড পদ্ধতিতে অর্থাৎ একই সাথে অফলাইনে এবং অনলাইনে ক্লাস চলমান থাকবে। করোনা সংক্রমন বাড়লেও এখনই ক্যাম্পাস বন্ধ করা হবে না।

 

//