৬ ফেব্রুয়ারি পর্যন্ত জবিতে সশরীরে ক্লাস বন্ধ, অফিস খোলা


Desk report | Published: 2022-01-22 00:56:54 BdST | Updated: 2024-03-29 03:29:08 BdST

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আজ (শুক্রবার) থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস চলবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। দুই সপ্তাহ পরে করোনা পরিস্থিতি কেমন থাকে তা পর্যবেক্ষণ করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

তিনি বলেন, সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে। যেসব বিভাগে পরীক্ষা বাকি আছে সেসব বিভাগের ডিন ও চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করে আজ বা আগামীকালের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেবো।

পরীক্ষার বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, যে ২-৩টা পরীক্ষা বাকি আছে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। উপাচার্যের সাথে কিছুক্ষণ পরে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অনলাইনে কোনো পরীক্ষা নেবো না।

//