'বঙ্গবন্ধুর স্বপ্নের মানুষ গড়ার কারিগর হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলা'


Dhaka | Published: 2022-05-23 05:56:21 BdST | Updated: 2024-04-24 06:42:48 BdST

বরিশাল বিশ্ববিদ্যালয় ই-নথি বিষয়ক প্রশিক্ষন কর্মশালার উদ্বাধন করা হয়েছে। ২২ মে ২০২২ তারিখ সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারন্স হল- এ কর্মশালার উদ্বোধন করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফসর ড. মো. ছাদকুল আরেফিন সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য প্রফসর ড. মোঃ সাজ্জাদ হাসেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফসর ড. সাজ্জাদ হাসেন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের মানুষ গড়ার কারিগড় হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। আর তাই আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলাকে প্রযুক্তি নির্ভর হতে হবে। ই-নথি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের রুপরেখা বাস্তবায়নের অন্যতম মাধ্যম। বিশ্ববিদ্যালয়গুলাতে ই-নথির বাস্তবায়ন স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতর মাধ্যম ডিজিটাল বাংলাদশ বিনির্মান ভূমিকা রাখবে।

অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মাঃ বদরুজ্জামান ভুঁইয়া, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, বাংলাদশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনর সচিব ড. ফরদস জামান ও বাংলাদশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আইএমসিটি বিভাগের পরিচালক মাহাম্মদ মাকছুদুর রহমান ভুঁইয়া ।

এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়ন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কমিটির আহবায়ক ড. মোঃ মঞ্জুর আহমেদ। কর্মশালায় অন্যান্যদের মধ্য আরও উপস্থিড ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রক্টর, প্রভাস্ট, বিভাগীয় প্রধান, পরিচালকবৃন্দ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ই-নথি বিষয়ক প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আইএমসিটি বিভাগের উপ-পরিচালক মাহাম্মদ মনির উল্লাহ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম ই-নথির মাধ্যম পরিচালনার লক্ষ্য এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ।