জাবি সাংবাদিক সমিতির সভাপতি বেলাল সম্পাদক আজাদ


Desk report | Published: 2022-05-29 08:55:03 BdST | Updated: 2024-03-29 14:33:15 BdST

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২২ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক আজকের পত্রিকার জাবি সংবাদদাতা বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে ঢাকাপোস্টেরর আলকামা আজাদ নির্বাচিত হয়েছেন।

বেলাল হোসেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬তম ব্যাচের এবং আলকামা আজাদ একই ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী।

শনিবার (২৮ মে) দুপুর দেড়টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান। এর আগে সকাল ৯টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত।

কার্যকরী পরিষদের অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মার্কেটিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল (দৈনিক ইত্তেফাক), যুগ্ম-সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের শাহাদাত হোসেন (নিউ এইজ), কোষাধ্যক্ষ বাংলা বিভাগের ৪৭তম ব্যাচের ইমরান হোসাইন (মানবজমিন), দপ্তর ও প্রকাশনা সম্পাদক সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৭তম ব্যাচের ফারুক হোসেন (দেশ রূপান্তর)।

এছাড়াও কার্যকরী সদস্য পদে ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মেহেদি মামুন (দ্য নিউ নেশন), একই ব্যাচের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের আব্দুর রহমান খান সার্জিল (নিউজবাংলা২৪.কম) এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আব্দুল মান্নান (সময় ট্রিবিউন) নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে দুইটি প্যানেলে সাতটি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বেলাল-রাসেল পরিষদ থেকে ৯ জন ও মাইদুল-আজাদ পরিষদ থেকে ৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।

মাইদুল-আজাদ পরিষদ থেকে সাধারণ সম্পাদক এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে দু’জন প্রার্থী জয়লাভ করেন।

মাইদুল-আজাদ পরিষদ থেকে নির্বাচনে অংশ নেওয়া অন্যান্যরা হলেন- সভাপতি পদে মাইদুল ইসলাম (প্রথম আলো), সহ-সভাপতি মাহবুবা আকবার (স্বাধীনবার্তা২৪.কম), যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম তাজ (দ্য ডেইলি স্টার), কোষাধ্যক্ষ মিজানুর রহমান (ঢাকা প্রতিদিন) ও কার্যকরী সদস্য পদে নাফিসা শারমিন (দৈনিক নয়া শতাব্দী)।

অন্যদিকে বেলাল-রাসেল পরিষদ থেকে নির্বাচনে অংশ নেওয়া অন্যান্যরা হলেন- বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিনিধি ওসমান গণি রাসেল এবং জাগো নিউজের মাহবুব সরদার।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন এবং ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনিছা পারভীন।

//