পাবিপ্রবির নতুন প্রক্টর কামাল হোসেন


Desk report | Published: 2022-06-28 06:37:41 BdST | Updated: 2024-03-19 10:23:10 BdST

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলিত দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন আগামী ২৮ জুন, (মঙ্গলবার) পূর্বাহ্ন হতে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী মো. কামাল হোসেন ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।

প্রক্টরের নতুন দায়িত্ব পেয়ে কামাল হোসেন ক্যাম্পাস টাইমসকে বলেন, "আমি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ম্যামকে ধন্যবাদ জানাই আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। উনি আমার উপর আস্থা রেখে এই দায়িত্ব অর্পণ করেছেন। প্রক্টরের দায়িত্ব হলো বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থির স্থিতিশীল রাখা। আমি সকলের সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে চেষ্টা করবো।"

উল্লেখ্য, মো. কামাল হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ এবং বিবিএ সম্পন্ন করেন। এর আগে তিনি ২০০৩ সালে পাবনা আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৫ সালে রাজশাহী বোর্ডের অধীনে বাণিজ্য গ্রুপে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) যথাক্রমে জিপিএ ৪.৪৪ এবং ৪.৮০ পেয়ে উত্তীর্ণ হোন।বর্তমানে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক এবং মার্কেটিং ডিসিপ্লিনের ফ্যাকাল্টি সদস্য। এর আগে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালকের দায়িত্বে ছিলেন।

//