বিলবোর্ড পড়ে মাথা ফাটল জবি শিক্ষার্থীর, লাগল ২০ সেলাই


Desk report | Published: 2022-08-11 18:40:22 BdST | Updated: 2024-03-19 15:30:42 BdST

পুরান ঢাকার লক্ষ্মীবাজারে বিলবোর্ড ভেঙে মাথায় পড়ে গুরুতর আহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। তার নাম সুমাইয়া মোস্তফা প্রাপ্তি। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বুধবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টায় লক্ষ্মীবাজারে সোহরাওয়ার্দী কলেজের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দোকানের বিলবোর্ডটি মোবাইল বিপনন কোম্পানি স্যামসাংয়ের। জরাজীর্ণ অবস্থায় থাকা বিলবোর্ডের সামনে দিয়ে যাওয়ার সময় ভেঙে মাথায় পড়ে। এ সময় আরও দুজন আহত হন। তাদের চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পরামর্শ দেন।

পরে ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক প্রাপ্তির অবস্থার অবনতি দেখে তার মাথায় ২০টি সেলাই দেন। সিটিস্ক্যান রিপোর্টে শঙ্কামুক্ত ঘোষণা করে ঢাকা ন্যাশনাল কলেজে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

ঘটনার বর্ননা দিয়ে প্রাপ্তির বন্ধু মুন হাসান বলেন, প্রাপ্তি রাতে তার মেসের সামনেই একটি দোকান থেকে খাবার কিনতে গিয়েছিল। ফেরার পথে হঠাৎ বিলবোর্ড ভেঙে তার মাথায় পড়লে সে গুরুতর আহত হয়।

ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক নিউটন হাওলাদার বলেন, তাকে ন্যাশনাল মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গিয়েছিলাম। সেখানে সিটিস্ক্যান করা হয়েছে। নিরিবিলি পরিবেশের জন্য তাকে ন্যাশনাল মেডিকেলে নিয়ে এসেছি। আপাতত সে আশঙ্কামুক্ত।

তিনি বলেন, পরবর্তীতে এমন ঘটনা যেনো না ঘটে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা ব্যবস্থা নেব বিলবোর্ডের মালিকদের বিরুদ্ধে।

//