রাবিপ্রবির নতুন উপাচার্য হলেন চবি অধ্যাপক ড. সেলিনা আখতার


Desk report | Published: 2022-09-20 03:47:50 BdST | Updated: 2024-04-18 23:50:14 BdST

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. সেলিনা আখতার। তিনি আগামী চার বছর উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম সাক্ষর করা এক প্রজ্ঞাপনে পাঁচটি শর্তে তাঁকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পাঁচটি শর্ত হলো, উপাচার্যের পদে তাঁর নিয়োগের মেয়াদ হবে চার বছর, উপাচার্যের পদে তাঁর বর্তমান পদের সমান বেতনভাতা পাবেন, তিনি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে নির্দিষ্ট সময়ের পূর্বে এ নিয়োগ বাতিল করতে পারবেন।

ড. সেলিনা আখতার বলেন, ‘আমি সত্যি সত্যিই অনেক আনন্দিত। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়টিকে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে যা যা করার আমি সবই করব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ যাতে বজায় রাখতে পারি সে জন্য সবার কাছে দোয়া চাই।’

ড. সেলিনা আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

এর আগে গত ২৪ মার্চ এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক। তবে তিনি উপাচার্য হিসেবে যোগদান না করায় অধ্যাপক সেলিনা আখতারকে নিয়োগ দেওয়া হয়।

এ ছাড়া গত ৩০ জানুয়ারি একই বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য নিয়োগ পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. কাঞ্চন চাকমা। তিনিও চার বছর দায়িত্ব পালন করবেন।