সময় ও অর্থসংকটের অজুহাতে জবিতে এবারও হচ্ছে না দুর্গাপূজা


Desk report | Published: 2022-10-01 08:45:08 BdST | Updated: 2024-03-29 05:24:58 BdST

গত দুই বছরের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এবারও আয়োজন করা হচ্ছে না শারদীয় দুর্গাপূজার। সময় ও বাজেট স্বল্পতা ছাড়াও আয়োজনের প্রস্তুতি না থাকাসহ বিভিন্ন কারণে এবারও পূজা আয়োজন সম্ভব হয়নি বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদ।

তবে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের দাবি- গত আগস্ট মাসেই সংশ্লিষ্ট শিক্ষকদের নিকট পূজা অনুষ্ঠানের দাবি জানানো হয়েছে। তাই সময় স্বল্পতা বা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে ঘাটতির সুযোগ নেই। পূজা উদযাপন পরিষদের সদিচ্ছা থাকলেই আয়োজন সম্ভব হতো। সেই সঙ্গে এবারও ক্যাম্পাসে পূজা উদযাপন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

তবে শেষ পর্যন্ত ক্যাম্পাসে দুর্গাপূজা আয়োজন সম্ভব হয়নি। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে ন্যূনতম কোনো উদ্যোগ না থাকায় হতাশাও ব্যক্ত করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী চন্দ্রিমা রায় বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। আমরা এই পূজাতেই আনন্দ করে থাকি। ক্যাম্পাসে পূজা হলে সহপাঠীদের নিয়ে আনন্দ-উৎসবে পূজা উদযাপন করতে পারতাম। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বরাবরই পূজা আয়োজিত হয়। সে হিসেবে আমাদের ক্যাম্পাসেও পূজা আয়োজন করা উচিত ছিল। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের আন্তরিকতা থাকলেই সব সম্ভব হতো।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী বর্ণালী সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ে পূজা না হওয়ায় আমরা হতাশ। অনেক শিক্ষার্থী আছেন, যারা সামনে পরীক্ষার কারণে বাসায় যেতে পারবে না। যদি ক্যাম্পাসে পূজা হতো তাহলে আমরা সবাই একসঙ্গে পূজা উদযাপন করতে পারতাম। এভাবে পূজা না হওয়ার বিষয়টিতে আশাহত হলাম।

তবে সার্বিক বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. পরিমল বালা বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও এ বছর বাজেট স্বল্পতা এবং সময় স্বল্পতার কারণে আমরা পূজার আয়োজন করতে পারিনি। দুর্গাপূজা পাঁচ দিনব্যাপী হয়। পাঁচ দিনে পূজা আয়োজনের প্রস্তুতি নেওয়ার অবস্থাও এবার ছিল না। তবে আগামী বছর বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

//