বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি দাবিতে মানববন্ধনে লাঠিচার্জ


Desk report | Published: 2023-01-24 02:47:43 BdST | Updated: 2024-03-29 20:56:10 BdST

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এসময় পুলিশের লাঠিচার্জে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ তুলেছেন মানববন্ধনকারীরা।

সোমবার (ঢামেক) দুপুরে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় পাঁচ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

 

আহত পাঁচজনের মধ্যে আলভী মাহমুদ (২০), শান্ত (২০), ফাহিম আহমেদ (২১) ও রিয়াদের (২০) নাম জানা গেছে।

আহত রিয়াদ বলেন, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয়বার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। এসময় পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে। এতে আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে আমরা পাঁচজনকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। আলভী মাহমুদ ও ফাহিম আহমেদ গুরুতর আহত হয়েছে। কয়েকজন চিকিৎসাধীন আছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, প্রেস ক্লাব থেকে আহত অবস্থায় পাঁচ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। দুইজন চিকিৎসাধীন আছেন, বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।

//