ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের প্রভোস্টকে ‘মৃত’ ঘোষণা


IU Correspondent | Published: 2023-01-30 09:46:21 BdST | Updated: 2024-04-26 04:36:22 BdST

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিয়াউর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মনজুরুল হককে ‘মৃত’ ঘোষণা করে হলের দেয়ালে পোস্টার সাঁটিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। হলের নানা সমস্যা নিয়ে তাকে বারবার বলার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় এরকম পোস্টার সাঁটানো হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। পোস্টারে উল্লেখ করা হয়, ‘প্রভোস্ট স্যারের অকাল মৃত্যুতে আমরা জিয়া হলবাসী গভীরভাবে শোকাহত।’

জানা যায়, ভর্তিচ্ছুদের কাছ থেকে অতিরিক্ত ১০০ টাকা নেওয়াসহ হলের নানা সমস্যা সমাধানে দুপুর দেড়টার দিকে আন্দোলন শুরু করেন হলের আবাসিক শিক্ষার্থীরা। এরপর দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা হল কর্মকর্তাদের কাছে অতিরিক্ত টাকা নেওয়ার কারণ জানতে চাইলে হলে একজন বিনা বেতনে কাজ করেন এবং তার জন্য এই অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে জানানো হয়। সেইসঙ্গে শিক্ষার্থীদের হুমকি দেন।

এতে ক্ষুব্ধ হয়ে প্রভোস্ট কার্যালয়ে তালা দেন শিক্ষার্থীরা। এসময় হলের একজন কর্মকর্তা এবং দুইজন সহকারী প্রভোস্ট অবরুদ্ধ হয়ে পড়েন। আন্দোলন চলাকালীন প্রভোস্টকে কল দিলে তিনি আসবেন না জানালে বিকেল সাড়ে ৪টার দিকে প্রফেসর ড. মনজুরুল হককে ‘মৃত’ ঘোষণা করে পোস্টার সাঁটিয়ে দেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যার দিকে প্রক্টরিয়াল বডি হলে উপস্থিত হয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হলের রিডিং রুমে বেঞ্চ সংকটসহ নানা সমস্যায় জর্জরিত হলেও প্রভোস্ট নিয়মিত হলে আসেন না। এমনকি কোনো খোঁজও নেন না। তাই তারা বাধ্য হয়ে এরকম পোস্টার সাঁটিয়েছেন।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, কোনো কর্মকর্তা টাকা বেশি নিলে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এজন্য হলের কর্মকর্তা ও আবাসিক শিক্ষকদের হেনস্থা করা ঠিক না। আমরাও হলে থেকেছি তবে এ ধরণের কোনো কার্যক্রম করিনি।

সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম বলেন, আমরা হল প্রভোস্টের সঙ্গে কথা বলেছি। এছাড়া বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এখন তারা সিদ্ধান্ত নেবে।