ঢাকা কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন বুধবার


Desk report | Published: 2023-02-01 07:57:48 BdST | Updated: 2024-03-19 16:09:07 BdST

ঢাকা কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামীকাল অনুষ্ঠিত হবে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ক্লাসে এবং সকাল ১০টায় কলেজের শহীদ আ.ন.ম. নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন ও নবীন-বরণ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। একই সঙ্গে ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের একাডেমিক ক্যালেন্ডার, ক্লাস রুটিন, নিয়মাবলী এবং অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ উপহার হিসেবে দেওয়া হবে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, ১ ফেব্রুয়ারি একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সম্মতি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন।

তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী গ্রন্থ সারা দেশের মধ্যে কেবল ঢাকা কলেজেই শিক্ষার্থীদের বিনামূল্যে উপহার দেওয়া হয়। আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সম্পর্কে জানুক। নবীন শিক্ষার্থীদের যারা ঢাকা কলেজে ভর্তি হয়েছে তাদের আমরা স্বাগত জানাই।

কলেজ প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণকে কেন্দ্র করে সাজসজ্জা করা হচ্ছে। প্রস্তুত করা হচ্ছে অডিটোরিয়াম। নিবিড় পর্যবেক্ষণ ও পাঠ পরিকল্পনা ও উন্নয়ন কমিটির কক্ষে শিক্ষার্থীদের উপহার দেওয়ার জন্য অসমাপ্ত আত্মজীবনী বই প্রস্তুত করা হচ্ছে।

কলেজ সূত্রে জানা গেছে, এ বছর মোট ১ হাজার ২০০ শিক্ষার্থীকে ঢাকা কলেজের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি করা হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৯০০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫০ জন এবং মানবিক বিভাগে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

//