জাবির আন্তঃবিভাগ ক্রিকেটে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়েছে নৃবিজ্ঞান বিভাগ


Desk report | Published: 2023-03-21 02:51:35 BdST | Updated: 2024-04-19 06:36:15 BdST

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়েছে নৃবিজ্ঞান বিভাগ। ফলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় নৃবিজ্ঞানীরা।

রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাংলা বিভাগের সাথে টসে জিতে ব্যাটিং পায় নৃবিজ্ঞান বিভাগ। যদিও বৃষ্টির কারণে খেলা শুরু হয় সকাল সাড়ে ১১ টায়। তবে বৃষ্টি, বাতাস, আউটফিল্ড এবং উইকেটের অবস্থা ব্যাটসম্যানদের অনুকূলে না থাকলেও আরাফাতের ৩০ রানে ভর করে ১০ অভারে ৭ উইকেট হারিয়ে ৭০ রানে থামে নৃবিজ্ঞানের ইনিংস।

অপরদিকে দ্বিতীয় ইনিংস শুরুতেই বৃষ্টিতে বাধাগ্রস্ত হলেও নৃবিজ্ঞানের বোলারদের দাপুটে বোলিংয়ে ৪.১ ওভারে ১৯ রানে ২ উইকেট হারিয়ে ধুকতে থাকে বাংলা বিভাগ। যদিও সেদিন বৃষ্টির কারণে বল আর মাঠে গড়ায় নি।

আজ (২০ মার্চ) সকাল ১০ টায় পুনরায় খেলা শুরু হলে নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের সুবর্ণ, আরাফাত এবং প্রজ্ঞা দীপের দানবীয় বোলিং এটাকে আর ঘুরে দাঁড়াতে পারে নি বাংলা বিভাগ। ৫ উইকেটে ৬২ থামে বাংলার ইনিংস।

ফলে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৭ রানের জয়ে কোয়ার্টার ফাইনালে নৃবিজ্ঞান বিভাগ।

আমরা দর্শকদের হতাশ করি নি উল্লেখ করে জাহিদুজ্জামান শাকিল বলেন, 'আমরা সবাই সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের সবথেকে জুনিয়রদের অসাধারণ পারফরম্যান্স এ আজকে এই জয় পেয়েছি। দুইদিনে ম্যাচ হলেও আমরা মনোবল হারায় নি। এই জয়ই প্রমাণ করে যে আমরা কতটা সিরিয়াস এই টুর্নামেন্ট নিয়ে। আমরা ঘুরে দাঁড়াতে পারি, আমরা জিততে পারি। তবে ফিল্ডিংয়ের ছোটখাটো ভুলগুলো শুধরে নিয়ে এইবারের টুর্নামেন্টে ভালো কিছু করবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সারাটা সময় সাপোর্ট দেয়ার জন্য এবং আমাদের উপর বিশ্বাস রাখার জন্য।'

দলের অধিনায়ক আব্দুল্লাহ তারেক বলেন, 'সবাই একদম সেরাটা খেলেছে। তবে বৃষ্টির কারণে উইকেট আমাদের পক্ষে ছিল না। আমরা নিজেদের পরিশ্রম দিয়ে এই জয় ছিনিয়ে এনেছি। এই জয়টা আমরা পরের ম্যাচগুলোতেও ধরে রাখব। আরাফাতের ব্যাটিং, আশিক, সুবর্ণ, প্রজ্ঞার বোলিং অসাধারণ ছিল। আর সব সময়ের মতো শাকিল ভাই তো সেরাটা দিয়েছেন। আমি আগেই বলেছি যে আমাদের টার্গেট হচ্ছে এই টুর্নামেন্ট সেরা হওয়ার। পরের কোয়ার্টার ফাইনালেও এই মনোবল ধরে রাখবা। এছাড়াও আমাদের শিক্ষক, সহপাঠী এবং জুনিয়রদের অসংখ্য ধন্যবাদ। তারা আমাদের অনেক সাপোর্ট দিয়েছে মাঠের বাইরে থেকেও। আমরা ভালো কিছু করবো ইনশাআল্লাহ।'