শেকৃবিতে ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ২৫ শিক্ষার্থী


Desk report | Published: 2023-03-22 03:29:45 BdST | Updated: 2024-04-19 02:58:04 BdST

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের নবীনবরণ, ডিন'স অ্যাওয়ার্ড ও কাজী ফার্ম শিক্ষাবৃত্তি প্রোগ্রাম ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টিএসসি মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের শুরুতেই এএসভিএম অনুষদের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে ২০২২ সালের ফলাফল ভিত্তিক ৫টি লেভেলের ২৫ জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং কাজী ফার্ম গ্রুপের পক্ষ থেকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের প্রতি লেভেল হতে ৪ জন করে মোট ২০ জন শিক্ষার্থীর মাঝে এ শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

এএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. লামিয়া আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো:শহীদুর রশিদ ভূইয়া। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার প্রফেসর ড. নজরুল ইসলাম, কাজীফার্ম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কাজী জাহেদুল হাসান এবং এসিআই এগ্রিবিজনেজ গ্রুপের প্রেসিডেন্ট ড.এফ.এইচ.আনসারি। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যানিমেল প্রোডাকশন & ম্যানেজমেন্ট বিভাগের সরকারী অধ্যাপক এনায়েত কবির ও ফাল্গুনি দাদক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো.শহীদুর রশীদ ভূইয়া বলেন,আমাদের দেশের কৃষি অনেকদুর এগিয়েছে ঠিকই কিন্তু সন্তুষ্ট হবার মতো অবস্থা এখনো হয় নি। কৃষি যে তিনটি প্রাকৃতিক উৎসের উপর দাড়িয়ে আছে মাটি,পানি ও জীববৈচিত্র্য বর্তমানে সবচেয়ে ক্ষতির মুখে। প্রতিবছর প্রায় ২০ লাখ মানুষ বাড়ছে, ফলে কৃষি জমি আশংকাজনক হারে কমছে।

তিনি আরও বলেন, বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোন পরীক্ষা ও যাচাই ছাড়াই বিভিন্ন আগাছানাশক,কীটনাশকসহ বিভিন্ন কেমিক্যালের অনুমোদন দিচ্ছে। যে সব ক্ষতিকর কেমিক্যাল মাঠপর্যায়ে যাওয়ার কথা নয় সেগুলোও ফসলে প্রয়োগ করা হচ্ছে। যা নিরাপদ খাদ্যব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে।