ভবন থেকে 'পড়ে' ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত


ঢাকা বিশ্ববিদ্যালয় | Published: 2023-09-20 02:51:22 BdST | Updated: 2024-10-13 23:51:46 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় ৭১ হলের যমুনা ভবন থেকে পড়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। তিনি কীভাবে পড়ে গেলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহত ছাত্রের নাম কাজী ফিরোজ। তিনি বিশ্ববিদ্যালয়ের চাইনিজ ভাষা ও সংস্কৃতি বিভাগের ছাত্র ছিলেন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে থাকতেন। এ হল শাখা ছাত্রলীগের কর্মী ছিলেন তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘কাজী ফিরোজ নামের এক ছাত্রকে মেডিকেলে আনার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। ভবন থেকে পড়ে মারা গেছেন বলে জেনেছি।’

এ বিষয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ বিল্লাল হোসেন বলেন, ‘ঘটনাটি আমিও শুনেছি। আমি হাসপাতালে যাচ্ছি।’