অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়


Md Abul Khayer Jayed | Published: 2024-07-17 16:24:46 BdST | Updated: 2025-03-17 04:27:07 BdST

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ১০৬ তম জরুরি সিন্ডিকেট সময় এ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের জরুরি সিদ্ধান্ত মোতাবেক অনির্দিষ্টকালের কালের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে বুধবার ১৭ জুলাই দুপুর ১২ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

এ দিকে আজ রংপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।