হল ত্যাগের নোটিশের পর বাকৃবি কর্তৃপক্ষকে পাল্টা নোটিশ দিল শিক্ষার্থীরা


Md Likhon Islam | Published: 2024-07-17 19:24:34 BdST | Updated: 2025-04-28 10:36:31 BdST

দেশব্যাপী কোটা আন্দোলনের প্রেক্ষিতে সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ইউজিসি এ নির্দেশনা দেয়। এরই প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা উল্টো বাকৃবি কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিকেল ৪ টার দিকে তারা ওই নোটিশ দেয়। এ সময় বাকৃবি ভিসির বাসভবনের সামনের রাস্তা আটকে বিক্ষোভ করতে থাকেন আন্দোলকারীরা।

নোটিশে বলা হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে সকল শিক্ষক এবং কর্মকর্তা- কর্মচারীগণকে তাদের বাসকৃত বিশ্ববিদ্যালয় কোয়ার্টার ত্যাগ করার জন্য অনুরোধ করা হলো। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। এই ব্যাপারে পরবর্তী আদেশ সুরাহা হওয়ার দিন "লাঞ্চের পর " জানানো হবে।

এর আগে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. অলিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে জানানো হয় বাকৃবির সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ১৮ জুলাই দুপুর ১২ টার মধ্যে সকল শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো।