কোটা আন্দোলনে আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে জবি উপাচার্য


Desk report | Published: 2024-08-02 10:32:49 BdST | Updated: 2024-09-09 05:06:30 BdST

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী আল আমিন কোটা সংস্কার আন্দোলনে আহত হয়ে বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সাদেকা হালিম আহত শিক্ষার্থী আল আমিনের সাথে হাসপাতালে দেখা করেন এবং তার শারিরীক অবস্থার খোঁজখবর নেন। উপাচার্য কর্তব্যরত চিকিৎসকদের ধন্যবাদ জানান এবং আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। তার চিকিৎসার সকল ব্যয়ভার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করছেন।

এ সময় হাসপাতালে উপাচার্য মহোদয়ের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জনসংযোগ পরিচালক মোঃ তানভীর আহসান ও পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) ড. মো. আব্দুল মালেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কোটা আন্দোলনের আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের খরচে চিকিৎসা করাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।