শেখ হাসিনার পদত্যাগ

জবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিল


Desk report | Published: 2024-08-06 20:11:54 BdST | Updated: 2024-09-10 15:53:51 BdST

সরকার প্রধান থেকে শেখ হাসিনার পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়ায় বিজয় মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল তিনটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাঁঠালতলা থেকে বিজয় মিছিল শুরু হয়ে ক্যাম্পাস, বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে সমন্বয়করা বক্তব্য রাখেন।

বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ইভান তাহসীব বলেন, আমরা অনেক আত্মত্যাগের পর আমরা বিজয়ী হয়েছি। আমরা আমাদের আবু সাইদ, মুগ্ধকে হারিয়েছে। যখন শেখ হাসিনার পদত্যাগ হয়েছে, সারা দেশের মানুষের মুখে উজ্জ্বল হয়েছে।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেক সমন্বয়ক মাসুদ রানা বলেন, আমাদের ফেসবুক স্ট্যাটাস যারা স্ক্রিনশট দিয়ে রেখেছিল, আমাদের নানা ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল, তাদের জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হবে না।

তিনি আরও বলেন, ‘ওরা রাজাকার, ওরা খুনি, ওদের বিচার হবে। খুনি হাসিনার দোসরদের বিচার হবে। পতনের আগের দিনও জবির নীল দলের শিক্ষকরা আমাদের বিরুদ্ধে কথা বলেছেন। সব দোসরদের বিচার করা হবে’।

এসময় শিক্ষার্থীরা ‘হৈহৈ রৈরৈ, ছাত্রলীগ গেলি কই?’, ‘জেগেছে রে জেগেছে রে, ছাত্রসমাজ জেগেছে ’, ‘দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত’সহ নানা স্লোগান দেন।