রাবির শহীদ হবিবুর রহমান হল প্রাধ্যক্ষের পদত্যাগ


Desk report | Published: 2024-08-13 20:56:05 BdST | Updated: 2024-09-10 17:21:27 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম।

শরিফুল ইসলাম বলেন, ‘আমি ও আমার হলের আবাসিক শিক্ষকরা রবি-সোমবারের মধ্যেই পদত্যাগ করবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু শনিবার (১০ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমন্বয়করা আমাদের অনুরোধ করেছিল, আমরা যেন এখনই পদত্যাগ না করি। কারণ প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা এখনই পদত্যাগ করলে হলে নিরাপত্তাহীনতাসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা কিছুদিন পদে থাকতে সম্মত হয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘কিন্তু পদত্যাগ না করার এই খবর প্রকাশ হওয়ার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের অনেকে ফেসবুকে নানান বাজে কথা লিখছে। তাদের লেখা পড়ে আমার কাছে মনে হয়েছে, তারা যেহেতু এখন ক্ষুব্ধ; তাই যেকোনো সময় আমাদের হেনস্তাও করতে পারে। তাই সম্মানটা অন্তত বজায় রেখে আমি ও আমার হলের হাউজ টিউটররা আজই পদত্যাগপত্র জমা দিয়েছি।’

প্রাধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলাম ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক।

পদত্যাগ করা আবাসিক শিক্ষকরা হলেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশিক শাহরিয়ার, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ছালেকুজ্জামান খান এবং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক আরমান হোসেন।

 

দেশের বাইরে থাকায় পদত্যাগপত্র এখনো জমা দিতে পারেননি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. গৌতম দত্ত। তবে তিনিও শিগগির পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।

এরআগে আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৮ আগস্ট) পদত্যাগ করেন রাবির উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ ৩১ জন কর্মকর্তা।