জুলাই-আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের আয়োজনে রাজু ভাস্কর্য থেকে সংসদ ভবন পর্যন্ত সাইকেল রাইড করেছে শিক্ষার্থীরা।
৫ই আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে ভারত গমনের মাধ্যমে দীর্ঘ আকাঙ্ক্ষিত সফলতা পায় ছাত্র জনতা। কাঙ্ক্ষিত স্বাধীনতার একমাস পূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে ৫ই আগস্ট রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সংসদ ভবন অভিমুখে সাইকেল রাইডের আয়োজন করে। এতে ক্লাবের সদস্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধশতক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উল্লেখযোগ্য। ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় এই ক্লাবের ২বজন সদস্য আহত হয়েছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব ২০১৪ সালে প্রতিষ্ঠার পর শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে নানাবিধ আয়োজন করে আসছে। সাপ্তাহিক , মাসিক বিভিন্ন সাইকেল রাইডের মাধ্যমে পরিবেশ সচেতনতা থেকে শুরু করে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও আন্তর্জাতিক, জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের নানান দিবসে সচেতনতামূলক রাইড করে থাকে।