ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত ১০ অক্টোবরের পরিবর্তে ভর্তি কার্যক্রম ১৬ অক্টোবর করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকার কর্তৃক ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি কার্যক্রমের তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজা উৎসব উপলক্ষ্যে অন্তবর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে আগামী ১০ অক্টোবর হতে ১৩ অক্টোবর পর্যন্ত সরকারী ছুটি ঘোষণা করায় ইসলামী বিশ্বকবিদ্যায়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে ঘোষিত ১০ তারিখের পরিবর্তে আগামী ১৬ তারিখ বুধবার অফিস চলাকালীন (সকাল ৯:০০ টা হতে বিকাল ৪:০০ টা) সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।