অবরোধ প্রত্যাহার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের


Desk report | Published: 2024-10-31 18:21:00 BdST | Updated: 2024-12-14 14:00:09 BdST

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দলীয়ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা ও জাকসু পুনরায় চালুর দাবিতে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল পৌনে ৩টায় শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি বিকেল সোয়া ৪টায় শেষ হয়।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে আসেন এবং সেখানে তারা অবরোধে বসেন।

 

অবরোধ চলাকালীন বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব আন্দোলন স্থলে উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের দাবির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন, যার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বহুবার তাদের দাবি জানালেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে তারা বাধ্য হয়ে অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা জানিয়েছে, ইতোমধ্যে ৫ হাজারেরও বেশি শিক্ষার্থীর গণস্বাক্ষর প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।

 

গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশীদ জিতু বলেন, আমাদের দাবি বাস্তবায়নের বিষয়ে প্রশাসন ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি প্রশাসন গড়িমসি করে, তাহলে পুনরায় আন্দোলনে যাব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষার্থীদের দাবিগুলোকে গুরুত্ব দিয়ে দেখছি। ছাত্র রাজনীতি বন্ধ ও জাকসু পুনরায় চালুর বিষয়গুলো বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।