ঝিনাইদহে দুর্বৃত্তদের হামলায় ইবি শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন


Desk report | Published: 2024-11-01 22:47:31 BdST | Updated: 2024-12-14 13:02:24 BdST

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মশিউর রহমান দুর্বৃত্তদের এলোপাথাড়ি হামলায় গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (০১ নভেম্বর) বিকাল ৫ টায় মশিউরের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহের আরাপপুরে হামলার শিকার হন মশিউর। বর্তমান তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ঐ এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হলে এক পক্ষ অন্য পক্ষকে ধাওয়া করতে থাকে। এ সময় আরাপপুরে বিদ্যুৎ না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ক্যাম্পাস বাসের অপেক্ষায় থাকা মশিউর রহমান ভয় পেয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে পড়ে যান এবং হামলার শিকার হন। পরে বেল্লাল নামে স্থানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান।

হামলায় শিকার ইবি শিক্ষার্থী মশিউর রহমান বলেন, আমি দাঁড়িয়ে ছিলাম। তারপর কিছু লোকজন ভারী অস্ত্রপাতি নিয়ে তাড়া করে। তারপর আমাকে মারধর করে। আমি স্টুডেন্ট বলার পরও রড, স্টিক দিয়ে আঘাত করে। শরীরের ৬ জায়গায় কাটা পড়ে। তাতে প্রায় ১৭-১৮ টি সেলাই লাগে। আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমাকে দেখতে আসছিলো এবং বিভাগের শিক্ষার্থীরা আমার সাথে আছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিন উদ্দিন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফ মো. রেজা বলেন, মশিউর ঝিনাইদহতে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিল। তখন হঠাৎ তার উপর হামলা হয়। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ছিল। পুলিশ টিমের সাথে আমার কথা হয়েছে, তারা বিষয়টি তদন্ত করে আমাকে জানাবে। এছাড়াও, ছাত্র উপদেষ্টাকে জানিয়ে রেখেছি। আগামীকাল ক্যাম্পাসে গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।