ইবিতে যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির দায়িত্বে শিমুল-রিমন


Shakib Aslam | Published: 2024-11-03 08:27:54 BdST | Updated: 2024-12-14 13:16:24 BdST

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির আহ্বায়ক হিসেবে ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শিমুল হোসেন এবং সদস্য সচিব হিসেবে আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার কবির রিমন মনোনীত হয়েছেন। কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে আগামী তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (০২ নভেম্বর) দুপুরে উপদেষ্টা মন্ডলীর সদস্য আল- কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহা: জালাল উদ্দিন, গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হালিম, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাবুব আলম এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শিমুল রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের হাসিবুর রহমান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাদিয়া মাহমুদ মিম, মার্কেটিং বিভাগের জহুরুল ইসলাম, রিফাত মাশরাফি প্রত্যয়, সমাজকল্যাণ বিভাগের মাহফুজ কবীর, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মোহাম্মদ রেজওয়ান খান, লোক প্রশাসন বিভাগের রিয়াদ, এহসানুল হক সায়েম, সৌরভ দাস। তারা প্রত্যেকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

নবনির্বাচিত সদস্য সচিব শাহরিয়ার কবির রিমন বলেন, যশোর জেলা কল্যাণ সমিতির দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব আমার জন্য এক নতুন চ্যালেঞ্জ এবং সুযোগ। আমি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। সকল সদস্যের সহযোগিতায় আমরা একসাথে জেলা ছাত্র কল্যাণ সমিতির উন্নয়ন ও সেবা কার্যক্রম আরও উচ্চতর স্তরে নিয়ে যাব। সকলের আস্থা ও সমর্থনের জন্য অশেষ ধন্যবাদ।

আহ্বায়ক মো. শিমুল হোসেন বলেন, ১৯৮৫ সালে যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার যাত্রা শুরু করে। যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করা হয়েছে মূলত সকলের মাঝে একটা সুন্দর ও সুশৃঙ্খল মেলবন্ধনের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করার জন্য। আমরা সকলে একত্রে পরিবারের মতো একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে প্রতিজ্ঞাবদ্ধ। জেলা কল্যাণ নামক এমন সুন্দর একটি জায়গায় আমাকে আহ্বায়ক হিসাবে দায়িত্ব অর্পণ করায় এবং কাজ করার সুযোগ প্রদান করার জন্য আমি যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।